
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে কুমিল্লার তিতাসে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে (হোমনা-গৌরীপুর সড়কে) সাংবাদিকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য দেন দৈনিক যুগান্তর প্রতিনিধি কবির হোসেন, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা নাজমুল করিম ফারুক, দৈনিক ইনকিলাব সংবাদদাতা মো. আসলাম, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি তাসীন তিহামী, সাংবাদিক হালিম সৈকত, জহিরুল ইসলাম পাশা, মো. আবুল কাশেম ভুইয়া, মহসিন হাবিব, শাহজামান শুভ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি শরীফ আহমেদ সুমন, সাংবাদিক সামসুদ্দিন আহমেদ সাগর, এসএ ডিউক ভুইয়া, মোহাম্মদ বিল্লাল মোল্লা, তাজুল ইসলাম, তৌফিকুল ইসলাম, আলমগীর হোসেন, আবদুর রহিম, আবদুল আজিজ, সাকিব হোসাইন, হানিফ মিয়া, সঞ্জয় চন্দ্র দাস প্রমুখ।
প্রতিবাদসভায় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সব সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।