ফরিদপুর প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘তারুণ্যের উৎসব–২০২৫’। সোমবার সকাল ৯টায় সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার’স অফিস, প্রিন্সিপাল অফিস ও ফরিদপুর কর্পোরেট শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে স্থানীয় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, হিতৈষী উচ্চ বিদ্যালয়সহ ফরিদপুর অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় জেনারেল ম্যানেজার অফিস ফরিদপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. তানজিমুল ইসলাম তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বক্তব্য দেন। তিনি ব্যাংকিং সেবা, আর্থিক অন্তর্ভুক্তিকরণ, সাইবার সিকিউরিটি, ঋণ ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের প্রতিনিধি, ফরিদপুর কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শেখ আমির খসরু, শহরস্থ সব শাখার ব্যবস্থাপক, বিভিন্ন কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে আর্থিক খাতে সম্পৃক্ত করা এবং আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধিই এবারের উৎসবের মূল লক্ষ্য।





