রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

২৫ বছরের দাম্পত্য জীবনের পর, স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধে গোসল করলেন যুবক

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্ত্রীকে তালাক দেওয়ার পর লিটন ফারাজি নামের এক যুবক জনসম্মুখে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন।

জানা গেছে, ২৫ বছর আগে ইসলামী শরিয়তের মোতাবেক বিবাহ করেছিলেন লিটন। তবে পারিবারিক দ্বন্দ্ব, কলহ ও বিশ্বাস সংকটের কারণে গত তিন মাস আগে তার স্ত্রী একতরফা তালাক দেন। তিন মাস ধরে স্ত্রীকে সংসারে ফিরানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় সোমবার দুপুরে লিটন ফারাজি নিজ বাড়িতে এ অভিনব পদক্ষেপ করেন।

স্থানীয়রা জানান, লিটনের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিবাহ বিচ্ছেদের পর লিটন তাঁর ছেলেকে ‘পবিত্র’ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুধ দিয়ে গোসল করেন।

লিটন নিজ প্রতিক্রিয়ায় বলেন, অতীতের কষ্ট ভুলে গিয়ে নিজেকে পুনর্গঠন এবং নতুন উদ্যমে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তিনি এটি করেছেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এবং তা নিয়ে অবগত আছেন।

এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img