রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ইউএনও অফিস-থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফরিদপুর প্রতিনিধি:

সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিকে কেন্দ্র করে কুমিল্লার ভাঙ্গায় বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিস, উপজেলা নির্বাচন অফিস, ভাঙ্গা থানা ও ভাঙ্গা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ, এপিবিএন, র‍্যাব ও সেনাবাহিনীর টহল দল মোতায়েন ছিল। সকাল ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও দুপুরের পর ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীরা বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে পুলিশ ও এপিবিএন সদস্যদের ধাওয়া দেয় তারা। পরে বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা, ইউএনও অফিস ও উপজেলা পরিষদ এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, হামলাকারীরা পুলিশের তিনটি গাড়ি, অ্যাম্বুলেন্স, রেকার, জলকামানসহ আটটি গাড়ি ভাঙচুর করে। মামলার আলামত হিসেবে রাখা একটি প্রাইভেটকারে আগুন দেয় এবং জব্দ ও ব্যবহৃত ১৭টি মোটরসাইকেল ভাঙচুর করে। থানার দরজা-জানালা ও আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে উপজেলা নির্বাচন অফিস ও পরিষদ চত্বরে চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আরও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে এ ধ্বংসযজ্ঞ। তবে বিকেল সাড়ে চারটার দিকে বৃষ্টিতে বিক্ষোভকারীরা সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পর থেকে পৌরসভা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, আসন পুনর্বিন্যাস নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। স্থানীয়দের দাবি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। এ ছাড়া ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আদালতে করা এক আবেদনের শুনানি আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img