
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:
রাঙামাটির সাজেকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকির (২৩) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নিজ গ্রাম ভবানিপুরে পৌঁছানো হয়। পরবর্তীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বুধবার দুপুরে সাজেক থেকে ফেরার পথে শিজকছড়ায় চাঁদের গাড়ি (জীপ) দুর্ঘটনায় প্রাণ হারান রিংকি। দুর্ঘটনায় একই গাড়িতে থাকা আরও ১২ জন শিক্ষার্থী আহত হন। নিহত রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার মরদেহ দেশে পৌঁছানোর প্রক্রিয়ায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। মরদেহ প্রেরণকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায়, খাগড়াছড়ি রিজিয়নের জিটু মেজর কাজী মোস্তফা আরেফিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার উপস্থিত ছিলেন।
নিহত রিংকির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন।