শনিবার, অক্টোবর ১২, ২০২৪

সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর

সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে অবরোধ পালিত হচ্ছে। এরমধ্যে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তারা। এক রাউন্ড গুলি ছোড়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক জানান, গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের পর আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img