শনিবার, অক্টোবর ১২, ২০২৪

তিতাসে শিক্ষকদের জড়িয়ে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আহনাফ তিহামী, তিতাস (কুমিল্লা) :

কুমিল্লার তিতাসে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মামুনুর রশিদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও তিতাস উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। 

রবিবার সকালে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বাতাকান্দি বাজারের হোমনা-গৌরীপুর সড়কে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজামান শুভ, আবুল কালাম আজাদ, তারেক আজিজ, মো. দেলোয়ার হোসেন, কামরুজ্জামান, কৃষ্ণ চন্দ্র বর্মন, মো. এনামুল হক, ইয়াকুব আলী সুমন এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। 

অপরদিকে, একই মামলার অপর আসামি ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের প্রভাষক শাহিদুল ইসলাম সাদ্দাম মাস্টারকে মামলায় আসামি করায় তিতাস উপজেলার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে তীব্র নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এতে ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজ ও গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

তিতাস থানার ওসি কাজী নাজমুল হক বলেন, মামলার তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্টতা না থাকলে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে। পুলিশের পক্ষ থেকে কোন নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না। 

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাতে কড়িকান্দি গ্রামের আ. রহিমের ছেলে মো. জামির হোসেন বাদী হয়ে মামুনুর রশিদ ও শাহীদুল ইসলাম সাদ্দাম মাস্টারসহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও সাবেক দুই এমপিসহ ১৪২ জনের নামে ও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে তিতাস থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img