বান্দরবানে একনলা বন্দুকসহ মো. তারেক (৩৮) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদর থানাধীন টংকাবতী ইউনিয়নের শফিকুর রহমান পাড়া এলাকার আরাপারের বাগানের ভেতর থেকে তাকে আটক করা হয়। তারেক ওই এলাকায় বসবাসরত মৃত তবারক আলীর ছেলে হলেও তারা মূলত মিয়ানমারের নাগরিক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শফিকুর রহমান পাড়া এলাকার আরাপারের বাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ হেফাজতে বন্দুক রাখার দায়ে তারেক নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জাগো নিউজকে বলেন, বন্দুকসহ আটক মিয়ানমারের নাগরিক তারেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।