অনুপ্রবেশের অপরাধে আটক ও সাজার মেয়াদ শেষে নেপালি নাগরিক আম্বর থাপা বুড়াকে (২৪) দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তাকে নেপালি দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন বান্দরবান জেল সুপার জান্নাত-উল-ফরহাদ।
কারামুক্ত আম্বর থাপা বুড়া নেপালের কর্ণালী প্রদেশের জাজারকোট জেলার গোঘী গ্রামের দর্জিত বুড়ার ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ মার্চ খাগড়াছড়ির নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আম্বর থাপাকে আটক করে পুলিশে সোপর্দ করে বিজিবি। পরে অবৈধ অনুপ্রবেশের অপরাধে চার মাস বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। কারাভোগের পর স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে বান্দরবান কারাগারে আটক ছিলেন তিনি।
এসময় নেপালি দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি ইয়োজানা বামজান ও রাষ্ট্রদূতের সচিব রিয়া সেট্রি উপস্থিত ছিলেন।