বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

১৫ মাস পর দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৫ মাস পর আগামী ২২ জানুয়ারি থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্র প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। যেখানে দৈনিক প্রায় হাজারেরও বেশি পর্যটক ভ্রমণে আসতো। নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় ২০২২ সালের ১৭ অক্টোবর রোয়াংছড়ি-রুমা উপজেলা ভ্রমণে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। এ নিষেধাজ্ঞা রোয়াংছড়ি-রুমা, থানচি ও আলীকদম উপজেলায় অরোপের পর পর্যায়ক্রমে প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রে বহাল ছিল। আগামী ২২ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img