রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

বান্দরবানে ৩ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান পরিচালনা করে তিন ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউপিতে অভিযান পরিচালনা করে এইচকেবি২, এএসবি১ ও বিএইচবি১ নামে তিন ইটভাটাকে জরিমানা করা হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউপির কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন, কাঠ পোড়ানো ও মাটি কাটাসহ বিভিন্ন অপরাধে এইচকেবি২, এএসবি১ ও বিএইচবি১ নামে তিন ইটভাটার মালিককে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ও ৫ ধারায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় চলমান অভিযানে ৩ ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img