রাঙ্গামাটিতে মঞ্চায়িত হলো নাটক ‘সমাপ্তি অন্যরকম’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলার চিরায়ত বাংলা নাটক প্রযোজনা নির্মাণ ও মঞ্চের কর্মসূচি অংশ হিসেবে রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে এ নাটকটি মঞ্চায়ন করা হয়।
বিশিষ্ট নাট্যকার রবিউল আলমের রচনায় ও রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক সোহেল রানার নির্দেশনায় নাটকটি পরিবেশনা করেন জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরী নাট্যদল। সমাপ্তি অন্যরকম নাটকে উঠে আসে গ্রাম বাংলা রূপ বৈচিত্র্য ও সমসাময়িক সামাজিক সমস্যার বিষয়বস্তু।
নাটক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেমনিয়ানা পাংখোয়া। এসময় আরও উপস্থিত ছিলেন সুর নিকেতনের অধ্যক্ষ মনজ বাহাদুর গুর্খা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি আঞ্চলিক কেন্দ্রে উপ পরিচালক মো. সেলিম, রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা প্রমুখ।