রাজু আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশনা জারি ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। এর আগে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের শীর্ষ নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন,
“একটি মহল অভিযোগ করছে আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। আমরা স্পষ্ট করে বলতে চাই— নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা ডিসেম্বরে, আমাদের আপত্তি নেই। তবে নির্বাচনের আগে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। এটি কোনোভাবেই অসম্ভব নয়।”
পরে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক সিফাত মিনহাজের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, বাইতুলমাল সেক্রেটারি জহুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।





