রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

পূজার ছুটি কাটিয়ে আবার সচল দুই দেশের বাণিজ্য কার্যক্রম

বেনাপোল প্রতিনিধি :
দুর্গাপূজার টানা ছুটি শেষে বাংলাদেশ-ভারত বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুই দেশের বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু করে।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, সকালে ভারতের পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্যবাহী ট্রাক বেনাপোলে প্রবেশ করেছে। একইভাবে বেনাপোল থেকেও রপ্তানি পণ্যবাহী ট্রাক পেট্রাপোলের উদ্দেশে ছেড়ে গেছে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, “পূজার কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। তবে বন্দরে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক আটকে থাকায় পেট্রাপোল এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।”

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “ছুটি শেষে বাণিজ্য চালু হলেও পেট্রাপোল বন্দরে কর্মীদের উপস্থিতি কম থাকায় কাজের গতি কিছুটা ধীর।”

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানান, “ভারতে পাঁচ দিনের সরকারি ছুটি ও শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য স্বাভাবিক হয়েছে।”

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img