ফরিদপুর প্রতিনিধি :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণের সেবক হয়ে সবসময় গণমানুষের পাশে থেকে উন্নয়নে কাজ করতে চাই।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করা।
শুক্রবার রাত সাড়ে আটটায় মন্ত্রী ফরিদপুরের বোয়ালমারী উপজেলা কাদিরদী বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রী মাঝকান্দী এলাকায় পৌঁছেলে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি।
পরে কাদিরদী বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সবাই যোগদান করেন মন্ত্রীদ্বয়।
মত বিনিময় অনুষ্ঠানে প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধকালীন ভুমিকা তুলে ধরে তাদের স্মৃতির প্রতি সম্মান জানান।