মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

তিতাসে “মুজিব: একটি জাতির রূপকার” প্রদর্শনী

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার” প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আহমেদ ইফরাদ বিন রওনাক সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভুইয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, জগতপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img