শনিবার, অক্টোবর ১২, ২০২৪

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধীস্থলে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ

বেনাপোল প্রতিনিধি :
স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে যশোর-৪৯ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা। এ সময় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে তার কবরে গার্ড অফ অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়ার অনুষ্ঠান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শার সাংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশি, যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছানুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফ্ফর হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img