শনিবার, অক্টোবর ১২, ২০২৪

তিতাসে আসমানিয়া বাজার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপনের করলেন সংসদ সদস্য ইঞ্জি. আবদুস সবুর

ডেস্ক রিপোর্ট, এবিসি নিউজ ২৪:

কুমিল্লার তিতাসের রায়পুর-মাছিমপুর সড়কের আসমানিয়া বাজার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে প্রধান অতিথি হিসেবে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা‍‍র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, দপ্তর মীর শওকত লিটন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img