মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

চট্টগ্রামের সাগরপাড়ে ফুলের সৌরভ

নানা রঙের ফুল। এক সারিতে গাঁদা, আরেক সারিতে জবা। ডানে গোলাপ তো বাঁয়ে পাতাবাহার মেলেছে সৌন্দর্যের ডানা। ছায়াঘেরা শেডে ফুটে আছে লাল, হলুদ, সাদাসহ হরেক রঙের টিউলিপ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাটের ডিসি পার্কে এভাবেই রাখা হয়েছে ১২৭ প্রজাতির লক্ষাধিক ফুলের চারা। সাগরপাড়ে ১৯৪ একর জমির ওপর গড়ে ওঠা এ বাগান থেকে ছড়িয়ে পড়ছে সৌরভ।

২৫ জানুয়ারি এ পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুলের মেলা। উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এবার অন্তত ২০ লাখ মানুষ ফুলের সৌন্দর্য উপভোগ করবেন বলে ধারণা আয়োজকদের। দর্শকপ্রিয় করতে বাগান সাজানো হয়েছে দুবাইর মিরাকল গার্ডেনের আদলে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img