কুমিল্লার হোমনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে মনোনয়ন দাখিলের শেষ দিনে ০৯ জনের মনোনয়ন দাখিল করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, চেয়ারম্যান পদে-০৩,ভাইস চেয়ারম্যান -০৩, মহিলা ভাইস চেয়ারম্যান পদ ০৩ জনের মনোনয়ন দাখিল।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রেহানা বেগম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, সাবেক ইপি চেয়ারম্যান শহীদুল্লাহ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান টিপু, সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য মোকবল হোসের পাঠান ও নাছির উদ্দিন পাঠান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. খন্দকার হালিমা,নাজমা হক ও শিউলি আক্তার আলো।
জানা গেছে, আগামী ১২ মে বাছাই, ১৪ মে প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দ ও ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।