তাসীন তিহামী :
কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে টানা তিনবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলো দিলারা শিরিন। হ্যাট্রিক জয়ের এমন চমকে পুলকিত কুমিল্লার মেঘনা উপজেলাবাসী।
বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটের লড়াইয়ে মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ হাজার ৩৫০ ভোট পেয়ে হাঁসপ্রতীক নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দিলারা শিরিন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছরিন সুলতানা কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৫৮৫ ভোট।