সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

কমলনগরে সাইফুল্লাহ, রামগতিতে সোহেল চেয়ারম্যান নির্বাচিত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি :
৬ষ্ঠ ধাপে লক্ষ্মীপুরে দুই উপজেলা পরিষদ নির্বাচনে কমলনগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও বর্তমান বহিষ্কৃত খালেদ সাইফুল্লাহ ও রামগতি উপজেলা কাপ পিরিচ প্রতীকে শরাফ উদ্দিন আজাদ সোহেল বেসরকারি ফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে কমলনগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে খালেদ সাইফুল্লাহ ১৮ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ নিয়ে ১৬ হাজার ৮৭১ ভোট পেয়েছেন বাবুল মিয়া।

রামগতিতে শরাফ উদ্দিন আজাদ সোহেল কাপ পিরিচ প্রতীক নিয়ে ২৯ হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে ২৪ হাজার ১৩৬ ভোট পেয়েছেন রোকেয়া আজাদ।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলাতে মোট কেন্দ্র ছিল ৭৩টি এবং রামগতিতে কেন্দ্র ছিল ৭০টি।

বুধবার রাতে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ঘোষণা দেন। এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯শত ৭৩জন। পুরুষ-২ লাখ ২ হাজার ৬০ জন। নারী-১ লাখ ৮২ হাজার ৯ শত ১২ জন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img