এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে বস্তা ভর্তি ট্রান্সফরমারের মালামালসহ ট্রান্সফরমার চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৭মে) দিবাগত রাত আনুমানিক ১০ টায় উপজেলার সাহেবাবাদ এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
আটককৃত আসামি শরীফুল ইসলাম (৩৫) উপজেলার মাধবপুর ইউনিয়নের জাহের মেম্বারের বাড়ির মৃত মহরম আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় নিয়মিত রাত্রিকালিন টহল ডিউটি পালনকালে থানার উপ-পরিদর্শক (এস.আই) মিথুন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের মানিক ড্রাইভারের দোকানের সামনে এক ব্যক্তিকে একটি চটের বস্তা নিয়ে দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা একটি চটের বস্তা তল্লাশি করে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার, ৫ কেজি তামার তাঁর, ট্রান্সমিটার এর ভিতরে থাকা ছোট বড় চার কোনা বিশিষ্ট ২০ পিচ কয়েলের বক্স, একটি ট্রান্সমিটার এর সিরামিক্সের তৈরী চকেট, একটি প্লাস্টিকের তৈরী ফিউজ চকেট, বৈদ্যুতিক তাঁর লাগানোর কাজে ব্যবহৃত দুইটি সিরামিক্স, ১টি লোহা কাঁটার করাত, ৩টি লোহা কাঁটার ব্লেড, ১টি রেঞ্জসহ শরিফুলকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আতিক উল্ল্যাহ জানান, আটককৃত আসামি শরীফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য। আটককৃত আসামির বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের শেষে বুধবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।