বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন 

রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।  

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি কর্মবিরতি পালন করেন কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতিতে অংশগ্রহণ করেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা সরকার ঘোষিত গ্রেডিং এ উন্নতি করা, ৬ মাস পিছিয়ে  পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান করা, এপিএ বোনাস সমানভাবে দেওয়া, লাইন্সম্যানদের নির্দিষ্ট কর্মঘন্টা ঠিক করা ও যথাসময়ে পদোন্নতি দেওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন তারা। 

কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেন,বিআরইবির নিয়ন্ত্রিত  বৈষম্যে শিকার হচ্ছেন তারা। এসব বৈষম্য দীর্ঘদিন ধরে চলে আসছে। পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সমন্বয় চান তারা। তারা বলেন, অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না।  

এ বিষয়ে কুড়িগ্রাম লালমনিরহাট জেলার জেনারেল ম্যানেজার বলেন,’ তাদের কিছু দাবি-দাওয়া আছে, কিন্তু যে প্রক্রিয়ায় তারা দাবি করছে সেটা ঠিক নয়। আমাদের যে চাকরির বিধিমালা আছে সেটার সাথে এটা অসংগতিপূর্ণ।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img