বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

শার্শায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাবের পথসভা অনুষ্ঠিত

আতিকুজ্জামান, শার্শা (যশোর) :

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপকে সামনে রেখে শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের দোয়াদ কলম প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শার্শার গোগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে গোগা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। 

পথসভায় গোগা ইউনিয়নের চেয়ারম্যান তবিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শার্শা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, শাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা শ্রমিক লীগে যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা সেলিম রেজা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময়ে সোহরাব হোসেন শার্শা উপজেলায় বর্তমান আওয়ামীলীগ  সরকারের উন্নয়ন ধারা গতিবৃদ্ধি  করতে সবাইকে দোয়াদ কলম মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img