ঝালকাঠি প্রতিনিধি :
অনাবৃষ্টি ও তীব্র গরমে বৃষ্টি প্রার্থনার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠি গাবখান ফেরিঘাট জামেমসজিদ মাঠে বুৃধবার সকাল ১০টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক। মসজিদের ইমাম মাওলানা কাওছার হোসেন হামিদীর আয়োজনে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। শিশু, যুবক, মধ্য বয়সী, বৃদ্ধদের উপস্থিতিতে নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে এক হৃদয় আকিতি পরিবেশের সৃষ্টি হয়।