বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

শরীয়তপুরে পালিত হলো বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ২০২৪

মোঃ হানিফ বেপারী, জাজিরা (শরীয়তপুর):

জলবায়ু পরিবর্তনের জরুরি পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়াতে ও পরিবেশ রক্ষার লক্ষ্যে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ২০২৪ পালন করেছে ইয়ুথনেট শরীয়তপুর ইউনিট।

১৯ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ, সদর শরীয়তপরে ‘বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ুর সুবিচার’ এই স্লোগানে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের ব্যানারে এই জলবায়ু ধর্মঘটের আয়োজন করা হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান ধর্মঘটকারীরা। এসময় তারা তাদের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।

এসময় ধর্মঘটকারীরা জানান, বিশ্বের তাপমাত্রা আরও বাড়লে, খরা, বন্যা ও প্রচণ্ড গরমের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। যা কয়েক মিলিয়ন মানুষের ধ্বংস, বাস্তুচ্যুতি ও দারিদ্র্যের কারণ হবে। বিশেষকরে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর মানুষের জন্য এটি একটি বিড়ম্বনার বিষয়। কারণ জলবায়ু পরিবর্তনে এ অঞ্চলের লোকেরা সবচেয়ে কম ভূমিকা রাখলেও, সবচেয়ে বড় মূল্য তাদের দিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখে পড়ার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে বাংলাদেশ বলে উল্লেখ করেন ধর্মঘটকারীরা।

ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিস শরীয়তপুর এর সহ-সমন্বয়কারী আবুল খায়ের নাইম বলেন, আমাদের ধর্মঘট থেকে বাংলাদেশসহ গোটা বিশ্বের কাছে আমরা দাবি জানাই যে, জ্বালানি ও সুরক্ষিত ভবিষ্যৎ চাই, ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি বন্ধ চাই। তাই আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে তরুণ ও সচেতন মহলের এগিয়ে আসতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img