ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজায় গত বুধবার ট্রাকচাপায় নিহত প্রাইভেটকারে থাকা (ঢাকা মেট্রো – গ ৩৯৫৭৪২) রাজাপুরের সাঊথপুরে দুই বোনের পরিবারের ছয় জনের জানাজা সম্পন্ন হয়েছে। একই পরিবারের সদস্যদের একসাথে মৃত্যুতে পুরো পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার রাতে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নিহতদের লাশ রাজাপুরের উত্তর সাউথপুর গ্রামে নিয়ে আসলে নিহতের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পরে। এলাকাবাসী ভীড় জমাতে থাকেন তাদের বাড়িতে সহমর্মিতা জানানোর জন্য।
জানাজায় অংশ নেয়ার জন্য এবং আত্মীয়স্বজন ও গ্রামবাসী নিহতের মরদেহ শেষবারের মতো দেখার জন্য
বৃহস্পতিবার সকালে সাউথ পুর গ্রামের বাড়িতে এসে জমায়েত হয়। দুপুরে জানাজার পরে নিহতদের পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হয়।
সকাল ১০টার দিকে একই পারিবারের ৪ জনের দাফন সম্পন্ন হয়। অপরদিকে প্রাইভেটকারচালক ইব্রাহিম ও রিপার জানাজা সকাল ৯টায় তাঁদের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জানাজা নামাজে ছিল হাজারো মানুষ ঢল।
কবর খননকারীরা বলেছে, স্বাধীনতার পরে এই প্রথম এ এলাকায় একসঙ্গে একই পরিবারের চারটি কবর খননকাজ করা হলো।
এদিকে ঝালকাঠি গাবখান টোলপ্লাজা সংলগ্ন ট্রাক প্রাইভেট কার ইজিবাইক সংঘর্ষে ও কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে মারা যাওয়ার ঘটনায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলা প্রশাসক ঝালকাঠি মহোদয়ের অনুকূলে বরাদ্দকৃত ৫০,০০০/- টাকার চেক নিহত পরিবার প্রধানের মাঝে বিতরন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ৫নং শৌলজালিয়া ইউ পি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন।
এদিকে দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমির হোসেন আমু। তিনি সড়কটিকে চার লেন করার আশ্বাস দেন।