বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

টিসিবির পণ্য বিতরণে বাধা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি 

রাজু আহাম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিতরণে বাঁধা প্রদান, চাঁদা দাবী ও  প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। 

জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাসস্ট্যান্ডে  গত ২৩-৩-২৪ দুপুর ১২ ঘটিকায় টিসিবির প্যাকেজ পণ্য বিতরণ করেন ‘শহীদ জামাল উদ্দিন ট্রেডার্স’নামের একটি প্রতিষ্ঠান। 

এ সময় কাঁঠালবাড়ি শিবরাম গ্রামের শাকিল মিয়া (২৫) নামে এক ব্যক্তি টিসিবি পণ্য বিতরণকারীদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলে প্যাকেজ পণ্য বিতরণের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন শাকিল। এরপর পণ্য বিতরণকারী লিয়াকত আলী রানু (৩২) কে কাঠের বাতা দিয়ে মাথায় আঘাত করতে আসে শাকিল। ভাগ্যক্রমে আঘাত লক্ষ্যভ্রষ্ট হওয়ায় লিয়াকত আলী রানু প্রাণে বেঁচে যান। আশপাশের লোকজন দ্রুত এসে রানুকে রক্ষা করেন। 

এরপর ২৬-৩-২৪ তারিখ সন্ধ্যা ৬:৪৮মিনিটে শাকিল মিয়া তার মুটোফোন থেকে শহীদ জামালউদ্দিন ট্রেডার্সের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিনের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে জীবননাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেন সে । 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘শাকিল তার কাছে বাড়ি নির্মান কাজে ১০ হাজার  টাকা চাঁদা দাবি করেন।  কাঁঠালবাড়ি বাজারে চাঁদাবাজের দৌরাত্ম্য বেড়ে গেছে। এমনটি হলে আগামীতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না।’

অভিযুক্ত  শাকিল মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।  

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. আমির উদ্দিন বলেন, ‘আমরা ২ভাই দেশের জন্য  যুদ্ধ করেছি। এখন স্বাধীন দেশে ব্যবসা করতে সন্ত্রাসীরা বাধা দেয় এটা  দুঃখজনক।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ‘থানায় মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img