বান্দরবানে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে উহ্লা চিং মারমা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রুমা উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রিঝুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত উহ্লা চিং মার্মা স্থানীয় বাসিন্দা মুইনাক মারমার ছেলে।
রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, কেএনএফ সশস্ত্র বাহিনী রিজুকপাড়া থেকে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় কেএনএফ সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। পরে রুমা বাজারে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
রুমা উপজেলা মেডিকেল কর্মকর্তা মো. মোস্তফা রুবেল জানান, সকাল সাড়ে ৮টায় গুলিবিদ্ধ এক যুবক ভর্তি হয়। গুলিটি শরীরে ঢোকার চিহ্ন রয়েছে। তবে, বের হওয়ার চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে গুলিটি তার শরীরের মধ্যে রয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।