তিন দিনের সফরে উদ্দেশ্যে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে হেলিকপ্টার করে মেঘের রাজ্য সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিন দিনের সফরে রাষ্ট্রপতি সাজেক পৌঁছেছেন। এই নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির সফরকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলো দ্বারা পরিবেশিত নানান সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এছাড়াও তিনি সফরকালীন সময়ে সাজেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বলেন, মহামান্য রাষ্ট্রপতি দুপুরে এসে পৌঁছেছেন। রাষ্ট্রপতির নিরাপত্তার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ যেমন পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের জন্য প্রায় ৮০ থেকে ৮৫টি রিসোর্ট বরাদ্দ করা হয়েছে।