শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে একদিনের ব্যবধানে আরও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ দুপুরে তুমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধানক্ষেতে কাজ করতে গিয়ে মর্টার শেল দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন স্থানীয়রা।
পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে মর্টার শেলটি নিজেদের হেফাজতে নেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যাবধানে ২টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়। এই মর্টার শেলগুলো মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।