জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। এতো শুধু অনুসারিদের সাথে চ্যাট করা গেলে ভিডিও কল করার সুবিধা ছিল না। এখন অ্যাপ থেকে খুব সহজেই ভিডিও কল করা যায়।
দেখে নিন কীভাবে করবেন-
* প্রথমে ইনস্টাগ্রাম খুলতে হবে।
* এবার ডানদিকে কোণে যে কাগজের প্লেনের মতো ডাইরেক্ট মেসেজ আইকন আছে, সেটা ট্যাপ করুন।
* যাকে ভিডিও কল করবেন, সেই ইউজারকে বেছে নিন।
* ভিডিও কল শুরুর দুই উপায় রয়েছে, ১. চ্যাটের ক্যামেরা আইকনে ক্লিক করা, ২. স্ক্রিন ডান দিকে সোয়াইপ করা।
* যার কাছে কল গেল তিনি নোটিফিকেশন পাবেন। এবার কল ধরবেন না কেটে দেবেন, সেটা তার ব্যাপার।