খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি জমিতে দুই একর গাঁজার ক্ষেত ধ্বংস করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে এসব ধ্বংস করা হয়।
এ সময় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মোহ. নাজিম উদ্দিন ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।