মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

দুই একরে গাঁজা চাষ, ধ্বংস করলো প্রশাসন

খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি জমিতে দুই একর গাঁজার ক্ষেত ধ্বংস করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে এসব ধ্বংস করা হয়।

এ সময় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মোহ. নাজিম উদ্দিন ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img