মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

ভালোবাসা, বিদ্রূপ দুই-ই গ্রহণ করেন অদা

দ্য কেরালা স্টোরি’ সিনেমা দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী অদা শর্মা। এখন ওটিটিতে আসছে অদা অভিনীত ওয়েব সিরিজ ‘সানফ্লাওয়ার টু’। সম্প্রতি এই সিরিজের প্রচারে এসে সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে নানা কথা বলেছেন অদা।
শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে কথা ওঠে। এ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। তাঁর অনুসারীর সংখ্যা একেবারে কম নয়।

এখানে আমার আলুথালু চুল, চোখের পাশে ডার্ক সার্কেল লুকানোর চেষ্টা করি না। আমার মনে হয়, ফেসবুক বা ইনস্টাগ্রামে যতটা সম্ভব নিজের আসল চেহারা প্রকাশ করা উচিত, তা না হলে আপনি কখনো ধরা পড়ে যাবেন।’

গত বছর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন অদা। তাঁর আশা, নতুন সিরিজ দিয়ে ওটিটির দর্শকেরও ভালোবাসা কুড়াবেন। তিনি বলেন, ‘এত মানুষের এত ভালোবাসা আর সম্মান পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ যদি আপনাকে এত ভালোবাসে, তাহলে আপনাকে ঘৃণা করার অধিকারও তাদের আছে। আপনি যদি তাদের ভালোবাসার অধিকার দিয়ে থাকেন, তাহলে বিদ্রূপও মাথা পেতে নেওয়া উচিত।’

আলোচিত সিরিজ ‘সানফ্লাওয়ার’-এর দ্বিতীয় কিস্তির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি অদা। তাঁকে এই সিরিজে সুনীল গ্রোভারের বিপরীতে দেখা যাবে। এই সিরিজের প্রসঙ্গে অদার ভাষ্য, ‘“সানফ্লাওয়ার”-এ পা রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা অনেক বড় চ্যালেঞ্জ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img