ম্যাচ শেষে সঞ্চালকের সঙ্গে মিরা আন্দ্রিভার কথোপকথনে হেসে উঠল রড লেভার অ্যারেনা।
এক বছর আগে বালিকা বিভাগের ফাইনালে হেরে কেঁদেছিলেন আন্দ্রিভা। এবার নিজে তো বটেই, দর্শকদেরও হাসাচ্ছিলেন নারী এককে দ্বিতীয় রাউন্ডে চমকের জন্ম দেওয়ার পর। রাশিয়ার ১৬ বছর বয়সী স্কুলবালিকা হারিয়ে দিয়েছেন তাঁর আদর্শ তিউনিসিয়ার উনস জাবিরকে, যিনি টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই। সেটিও এক ঘণ্টার কম সময়ে ৬-০, ৬-২ গেমে। শীর্ষ ১০-এর মধ্যে থাকা কারও বিপক্ষে আন্দ্রিভার এটি প্রথম জয়।
জয়ের পর আন্দ্রিভা বলেছেন চাপ না নিয়ে খেলার কথা, ‘আমি ম্যাচের আগে সত্যিই নার্ভাস ছিলাম, কিন্তু দেখলাম সে–ও নার্ভাস। এটি আমাকে সহায়তা করেছে, কারণ আমি বুঝেছি ম্যাচের আগে আমিই একমাত্র নার্ভাস নই। আমি শুধু উপভোগ করতে চেয়েছি, কারণ এটি রড লেভার অ্যারেনা, এমন একজনের বিপক্ষে খেলছি, যাকে আমি পছন্দ করি। আমি শুধু খেলতে চেয়েছি এবং আমার মনে হয়েছে ঠিকঠাকই খেলেছি।’