আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার দুপুরে মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরের সোমালি উপকূল থেকে এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা, জিম্মি করে জাহাজের ২৩ জন নাবিকের সবাইকে। সাগরের যে এলাকায় জলদস্যুরা জাহাজটির দখল নিয়েছে, সেটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৪৫০ নটিক্যাল মাইল (১ হাজার ১০০ কিলোমিটার) দূরে।
ওই দিনই এই ঘটনাটি জানতে পারে ভারত মহাসাগরে টহলরত ব্রিটিশ নৌবাহিনী। তারপর নৌবাহিনীর কর্মকর্তারা এই তথ্য ইইউ মেরিটাইম সিকিউরিটি ফোর্সকে জানান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ মেরিটাইম সিকিউরিটি ফোর্স জানিয়েছে, ভারত মহাসাগরে ইউরোপীয় ইউনিয়নের চলমান অভিযান ‘অপারেশন আটলান্টা’র অংশ হিসেবে জাহাজটিকে অনুসরণ করছেন মেরিটাইম সিকিউরিটির সদস্যরা। ভারত মহাসাগরে জলদস্যুতের তৎপরতা ঠেকানো ও তাদের দমন করতে সম্প্রতি ‘অপরেশন আটলান্টা’ শুরু করেছে ইইউ মেরিটাইম সিকিউরিটি ফোর্স।
‘আমরা যতদূর জানতে পেরেছি, নাবিকরা নিরাপদে রয়েছেন এবং জাহাজটি সোমালি উপকূলের দিকে রওনা দিয়েছে। বর্তমানে সোমালিয়ার গারকাড উপকূল থেকে ২০ মাইল দূরে নোঙ্গর করা অবস্থায় রয়েছে জাহাজটি,’ বিবৃতেতে বলেছে ইইউ’র নৌ পুলিশ।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা কোম্পানি অ্যামেব্রে এক বিবৃতিতে জানিয়েছে, জলদস্যুর দলটিতে মোট ২০ জন দস্যু রয়েছে এবং তাদের প্রত্যেকেই সশস্ত্র।
এমভি আবদুল্লাহর মালিক বাংলাদেশের চট্টগ্রামভিত্তিক কোম্পানি কবির স্টিল অ্যান্ড রিরোলিং মিল গ্রুপ। কোম্পানির মুখপাত্র মিজানুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘আন্তর্জাতিক সব সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তাদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের কাজ পরিচালনা করছি। তারা আমাদের যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবেই এগোচ্ছি।
সূত্র : এপি, এবিসি