গতকাল বৃহস্পতিবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও ঢাকা বিভাগসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালে ১৬ মিলিমিটার। এ ছাড়া পটুয়াখালীতে ১৩, খুলনায় ১১, মোংলায় ৪, যশোরে ২, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ১, চট্টগ্রামের মাইজদী কোর্টে ১১, ফেনীতে ২, চাঁদপুরে ১, ঢাকার ফরিদপুরে ৪, মাদারীপুরে ৩ ও সিলেটে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, নিকলি, ময়মনসিংহে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ শুক্রবার (০২ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।