মঙ্গলবার যোগাযোগমাধ্যমে নেইমার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে নিয়ে কৌতুকে মেতে ওঠা ব্যক্তিদের ‘হেটার্স’ উল্লেখ করে নিজের শারিরীক অবস্থার কথা জানান তিনি।
ওই ভিডিও’র ক্যাপশনে নেইমার লিখেন– ‘মোটা? আমি অবশ্য সেরকমটা মনে করি না।’ নিজের টি-শার্ট উঁচিয়ে পেট ও শরীর দেখিয়ে সমালোচকদের দূরে থাকতে বলেন আল-হিলালের এই তারকা ফরোয়ার্ড, ‘আজকের অনুশীলন শেষ।
যদিও নেইমার স্বীকার করেছেন যে তার ওজন বেড়ে গেছে। তবে তাকে মোটা (ফ্যাট) বলার বিষয়টি প্রত্যাখ্যান করে তিনি কথিত ‘হেটার্সদের’ মধ্যমাও দেখান।