তাসীন তিহামী :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন লাভ এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ উপলক্ষে কুমিল্লার তিতাস ও হোমনায় আনন্দ শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। পরে শোভাযাত্রাটি হোমনা-গৌরীপুর সড়কের কড়িকান্দি বাজার, গাজীপুর, জগতপুর, উজিরাকান্দি ভুঁইয়ার বাজার, সাতানী, বারকাউনিয়া ও বাতাকান্দি বাজার অতিক্রম করে হোমনা উপজেলার বাসস্ট্যান্ড, হোমনা বাজার, চৌরাস্তা ও দুলালপুর হয়ে হোমনা উপজেলা এনসিপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
তিতাস উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও কুমিল্লা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সাঈদ আহমেদ সরকারের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল ও যানবাহনে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মো. রাজু আহমেদ সরকার, তিতাস উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মো. লুৎফুর রহমান ও মো. মামুনুর রশিদ, সদস্য মো. রুহুল আমিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আবু সাঈদ আসিফ, মো. শামসুদ্দিন, মো. সাকিব সরকার রাব্বি, যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল, মো. সাইফুল ইসলাম রনি, মো. শাকিল সরকার, মো. শান্ত সরকার, আ. রহমান, মেহেদী, পাবেল ও মো. আকতারুজ্জামান প্রমুখ।
নিবন্ধন ও আসন পুনর্বহালের আনন্দে অংশগ্রহণকারীরা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আগামীর রাজনীতিতে নতুন সম্ভাবনার প্রত্যাশা ব্যক্ত করেন।





