রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

বেনাপোলে কিশোর অপহরণ, চোখ বেঁধে ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি

বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোলে ইদ্রিস আলী (১৫) নামে এক মোটর মেকানিককে অপহরণ করে অমানবিক নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা। পরে তার চোখ বেঁধে রাখা অবস্থায় ছবি তুলে পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করেছে তারা।

পরিবারের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরাই এ ঘটনায় জড়িত। এ নিয়ে আতঙ্কে রয়েছে পুরো এলাকা।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ইদ্রিস। খোঁজাখুঁজি করেও না পেয়ে বুধবার (১ অক্টোবর) থানায় অভিযোগ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ইদ্রিসের বোনের মোবাইলে তার চোখবাঁধা ও নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ভুক্তভোগীর বাবা আজিজুর রহমান জানান, সংসারের অভাবের কারণে ইদ্রিস গত মাসে বেনাপোল বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ নেয়। এরই মধ্যে স্থানীয় কিশোর গ্যাংয়ের ৮-১০ জন সদস্য তাকে কয়েক দফা মারধর করে হুমকি দিয়েছিল।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সন্দেহভাজন তিন কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা মারধরের ঘটনা স্বীকার করলেও অপহরণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। ইদ্রিসকে উদ্ধারের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img