রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

ফরিদপুরে বিশ্ব লায়ন্স দিবস ও সেবামূলক অক্টোবর কর্মসূচির উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বিশ্ব লায়ন্স দিবস ও সাত দিনব্যাপী সেবামূলক অক্টোবর কর্মসূচির উদ্বোধন হয়েছে।

বুধবার সকাল আটটায় শহরের আলিপুর লাভলু সড়কে লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। ঘোড়ার গাড়ি, পিকআপসহ বিভিন্ন যানবাহনের র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি চিকিৎসা, অসহায় রোগীদের জন্য চক্ষু ক্যাম্প, মানসিক স্বাস্থ্য ও সচেতনতা সভা, মানবাধিকার ও জনকল্যাণমূলক কর্মসূচি, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ ও বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির সভাপতি লায়ন্স অনু বিনতে করিম ও সাধারণ সম্পাদক লায়ন্স সাইফুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ সময় লায়ন্স ক্লাবের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img