রাজু আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধি করতে কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো দিনব্যাপী স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫। কম্পিটিশনে চারটি প্রযুক্তি বিভাগ থেকে ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক, যিনি কম্পিটিশনের স্টল প্রদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিদর্শক বেলায়েত হোসেন, অ্যাসেট প্রকল্পের গ্রাফিক্স ডিজাইনার মো. মেহেদী হাসান, কলেজের অধ্যক্ষ মো. মিজানুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী।
প্রকৌশলী রেজাউল হক শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “কারিগরি শিক্ষার সুফল অভিভাবকসহ সকল স্তরে পৌঁছে দিতে হবে। শিক্ষকদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”





