রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

পলাশবাড়ীর পবনাপুর ইউপি কার্যালয়ে তালা, সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে ইউনিয়নের কয়েক হাজার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাদী হয়ে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তালা খুলে দেওয়ার নির্দেশ দিলেও তা খোলা হয়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে আগস্ট ও সেপ্টেম্বর মাসের ৩০৬ বস্তা (প্রায় ১৫ দশমিক ৩ মেট্রিক টন) ভিডব্লিউবি কার্ডের চাল মজুদ আছে। এর মধ্যে প্রায় ৫০ মেট্রিক টন চাল কয়েকজন ইউপি সদস্য বিতরণ না করে আত্মসাতের পাঁয়তারা করছেন বলে অভিযোগ ওঠে।

চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, “কিছু ইউপি সদস্য চাল বিতরণে আমাকে চাঁদা দাবি করে। আমি রাজি না হওয়ায় তারা বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। রোববার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিষদ কার্যালয়ে প্রবেশ করে কর্মচারীদের হুমকি দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং চাবি ছিনিয়ে নেয়।”

অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল মালেক বাবু, উজ্জল, শাহা আলম ও শাহিনুর অভিযোগ অস্বীকার করে বলেন, “চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পসহ নানা ক্ষেত্রে আমাদের বঞ্চিত করছেন। আমরা তার প্রতিকার চাই।”

চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, “আমি ইউনিয়নের সব মানুষের প্রতিনিধি। ইচ্ছা করলেই কোনো সদস্যকে আলাদা সুবিধা দেওয়া সম্ভব নয়। তালা দেওয়ার কারণে অনেকে সেবা নিতে এসে ফিরে গেছে। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে।”

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img