আশরাফুজ্জামান, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি নির্ধারিত দামে আটা বিক্রির কার্যক্রম শুরু হওয়ায় খেটে খাওয়া সাধারণ মানুষ এবং নিম্নআয়ের পরিবারগুলো খুশি হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় পৌরসভার জামালপুর গ্রামে খাজার চাতালের সামনে শফিকুল ইসলাম পরিচালিত পিয়ারা এন্টারপ্রাইজ নামের ওএমএস ডিলারের মাধ্যমে প্রতি ভোক্তা ৫ কেজি করে আটা সরকার নির্ধারিত ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ওএমএস ডিলারের মাধ্যমে প্রতি ভোক্তা ৫ কেজি করে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি করা হচ্ছে। স্থানীয় প্রশাসন নিয়মিত এই কার্যক্রমের তদারকি করছে।
পলাশবাড়ী পৌরসভার ৬টি পয়েন্টে প্রতিটি ডিলার সর্বোচ্চ ৫০০ কেজি করে আটা বিক্রি করতে পারবে। প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত পরিমাণ আটা বিক্রি করা হবে এবং লাইনে দাঁড়িয়ে যেকেউ সরকার নির্ধারিত দরে ৫ কেজি করে আটা কিনতে পারবেন।





