সিলেট প্রতিনিধি:
সিলেট-২ (ওসমানীনগর- বিশ্বনাথ) আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী তোফায়েল আহমদ। তিনি ডাব প্রতীকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তোফায়েল আহমদ সিলেটের ওসমানীনগর থানার নিজ বুরুঙ্গা গ্রামের বাসিন্দা। নিয়ামত আলীর ছেলে তোফায়েল ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সিলেট সরকারি কলেজ ও এমসি কলেজে পড়াকালীন তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি ওসমানীনগর ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কংগ্রেস সিলেট মহানগর কমিটির আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
গত নির্বাচনে এই আসনে গণফোরামের মোকাব্বির খান সূর্য প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তবে এবার ভোটের সমীকরণ ভিন্ন হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার বলয়ে বিভক্তি দেখা দিয়েছে। একাংশ ইলিয়াস আলীর স্ত্রীর পাশে থাকলেও আরেকাংশ তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে সমর্থন দিচ্ছেন। এতে করে ভোটের মাঠে ভিন্ন সমীকরণ তৈরি হতে পারে।
তোফায়েল আহমদ ছাত্রজীবন থেকেই একজন ভালো শিক্ষার্থী ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সুখ্যাতি অর্জন করেছেন। স্থানীয়দের কাছে তিনি কখনো ভাই, কখনো বন্ধু, আবার কারো আত্মীয় হিসেবে পরিচিত। ফলে তাকে মনোনয়ন দিলে ওসমানীনগর ও বিশ্বনাথের সাধারণ মানুষ তাকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।





