রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো. কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জামাল হোসেন মোল্লা।

৪ সেপ্টেম্বর কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব ভিপি ওয়াহিদুজ্জামান মোল্লার স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই দিন রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশিত হয়।

৩১ সদস্যের নবঘোষিত কমিটি হলো—

আহ্বায়ক: মো. কামাল হোসেন

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. মিজানুর রহমান হালিম

যুগ্ম আহ্বায়ক: মো. বোরহান উদ্দিন, মো. জাহালম, মো. আলী হোসেন, মো. মোহসিন, মো. গরীব হোসেন প্রধান, মো. জাহাঙ্গীর আলম, মো. মোখলেস মীর, মো. ইউনুস।

সদস্য সচিব: মো. জামাল হোসেন মোল্লা

সদস্য: ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, মো. আব্দুল করিম, মো. সেলিম, মো. শফিকুল ইসলাম, মো. মিজান, মো. জামাল, মো. সাইফুল ইসলাম, মো. দুলাল, মো. আলমগীর, শাহাবুদ্দিন আহমেদ, মো. আরিফ হোসেন, মো. রুহুল আমিন, মোহাম্মদ হোসেন, মো. সওশাদ, মো. মামুন মিয়া, মো. উজ্জ্বল, শুভ সরকার, মো. মুজাম্মেল হক, মো. মনির হোসেন ও মো. শরীফুল ইসলাম।

নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, আহ্বায়ক কামাল হোসেন ও সদস্য সচিব জামাল মোল্লাসহ নবগঠিত কমিটির নেতারা দীর্ঘদিন ধরে বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন। মামলা, হামলা ও নানা হয়রানির শিকার হলেও তারা কখনো দল থেকে সরে যাননি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদেও তারা নিয়মিত রাজপথে আন্দোলনে অংশ নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনা এবং নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় থাকেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img