রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

কুমিল্লা-২ আসনের পুনর্বিন্যাস নিয়ে তিতাসে এনসিপির সংবাদ সম্মেলন 

তাসীন তিহামী :

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের পুনর্বিন্যাস এবং উন্নয়ন নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিতাস উপজেলা সভাপতি সাঈদ আহমেদ সরকার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার সকাল ১১টায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজারস্থ এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিতাস ও হোমনা উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রক্ষা করতে এই আসনটি নির্বাচন কমিশনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা প্রয়োজন। তিনি নিজেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের ইচ্ছা প্রকাশ করেছেন।

সাঈদ আহমেদ সরকার আরও বলেন, তিতাস ও হোমনাকে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে এনসিপি কাজ করছে। নেতাকর্মীদের বিরুদ্ধে প্রমাণিত অন্যায় হলে সাংগঠনিক ব্যবস্থা এবং প্রশাসনের সহায়তায় আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি জানান, উপজেলার সর্বস্তরের জনগণকে যুক্ত করতে শীঘ্রই ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এর পূর্বে প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা আয়োজন করা হবে।

সাঈদ আহমেদ সরকার সাংবাদিকদের মাধ্যমে তিতাস ও হোমনার মানুষকে আহ্বান জানিয়েছেন—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে যুক্ত হয়ে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠনে সহযোগিতা করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার, হোমনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক রাজু আহমেদ সরকার, তিতাস উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ লুৎফর রহমান, মামুনুর রশিদ, হোমনা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ স্বাধীন, তিতাস উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আবু সাঈদ আসিফ, তিতাস উপজেলা এনসিপির সদস্য রুহুল আমিন সরকার, মহিলা ইউনিটের প্রধান নাদিয়া আক্তার সোমা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img