
রাজু আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে জমিজমা সংক্রান্ত মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক কমিশন প্রতিবেদন পেশ করেন।
জানা যায়, জমি সংক্রান্ত মামলায় বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত কর্তৃক অ্যাডভোকেট কমিশনার প্রতিবেদন জমা দেন। কমিশন সরেজমিন এগিয়ে দেখতে পান ৩৭৪১ দাগে ৩ শতাংশ জমিতে সাম্প্রতিক সময়ে কর্তনকৃত সুপারির গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের গুড়ি রয়েছে। বাঁশের খুঁটিতে কামার হাইল্যা ইদগাহ মাঠের সাইনবোর্ড রয়েছে।
এর আগে মো. আব্দুল জব্বার খন্দকার (৭০) এর সাথে হাবিবুর রহমান (৪৫) জমিজমা নিয়ে বিরোধ চলে। যাহার মামলা নং ১৮/২০২৫. জমি জমা নিয়ে বিরোধ হয় ঘোগাদহ মৌজার ১৮৬ খতিয়ানের ৩৭৪১ দাগে ৩ শতাংশ ও ৩৭৩৯ দাগে২শতাংশসহ মোট পাঁচ শতাংশ জমি প্রতিপক্ষ হাবিবুর রহমান ইদগাহের মাঠ বলে দাবি করেন।
তবে ওই জমির আর.এস রেকর্ড কবলা, দলিল রয়েছে আব্দুল জব্বারের নামে। জমির নিয়মিত খাজনা পরিশোধ করছেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি বাড়ির উঠানে সংলগ্ন প্রায় ৪০ বছরে ভোগ দখলিও ওই জমির ৩৫টি বিভিন্ন প্রজাতির গাছ, পাকা নলকূপ, ১টি টিনের ঘর হাবিবুর রহমান গং গাছ কেটে, নলকূপও নিয়ে যান।
স্থানীয় রফিকুল, ইউসুফ আলী, আবু শামা জানান, প্রতিপক্ষ গায়ের জোরে গাছ কেটে নিয়ে যায়।
বিবাদী হাবিবুর রহমান বলেন, ‘জমি ইদগাহ মাঠের, আব্দুল জব্বারের কোন বৈধ কাগজ নেই। ‘
বাদী আব্দুল জব্বার বলেন, ‘আমার বয়স ৭০। আমি ৪০ বছর ধরে এ জমি ভোগ দখল করে আসছি এবং নিয়মিত খাজনা দিয়ে আসছি।’
এডভোকেট কমিশনার মো. নূরে আলম সিদ্দিকী জানান, ‘আমরা মাঠ পর্যায়ে যা পেয়েছি তার ভিত্তিতে রিপোর্ট জমা দিয়েছেন।’