শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

কুড়িগ্রামে ২১ বছর পর জামায়াতে ইসলামির কর্মীসভায় ডা. শফিকুর রহমান 

রাজু আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

এই প্রথম বারের মতো কুড়িগ্রামে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০ঘটিকায় কুড়িগ্রাসরকারি কলেজ মাঠে এক বিশাল কর্মী জনসভায় বক্তব্য রাখেন জামাত ইসলামির কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান।  

২১ বছর পরে কেন্দ্রীয় কোন জামায়াতে নেতা  কুড়িগ্রামে আগমন। তার আগমন উপলক্ষে কুড়িগ্রামের নেতাকর্মীরা শীতকে উপেক্ষা করে  জেলা- উপজেলা থেকে জামায়াতে  সমর্থকেরা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে  উপস্থিত হয়। প্রায় লক্ষাধিক মানুষ এই কর্মী সভায় উপস্থিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মাওলানা ড. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আমির বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে কুড়িগ্রাম অবহেলিত ছিল। তিস্তা মহাপরিকল্পনা এতদিনে বাস্তবায়ন হয়নি।একটা কৃষি বিশ্ববিদ্যালয় যার হাড় আছে, কিন্তু চামড়া ও মাংস নেই। হয়নি কোন হত্যা মামলার সঠিক বিচার। ১৫ বছর শুধুমাত্র সন্দেহবশত জামায়াতের নেতাকর্মীদের বিভিন্ন মামলায় হয়রানি করা হয়। জেলে যেতে হয় অনেককে। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সমতার ভিক্তিতে দেশ পরিচালনা করা হবে। পিছিয়ে পরা জেলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেয়া হবে। পিছিয়ে পরা কুড়িগ্রাম জেলার উন্নয়নে কাজ করা হবে।’  

এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  অধ্যক্ষ মাও. মমতাজ উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ  সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। কর্মীসভায় সভাপতিত্ব করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর মাও. আব্দুল মতিন ফারুকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার সেক্রেটারি জেনারেল মাও. নিজাম উদ্দিন। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
আরও
- Advertisement -spot_img